অভিভাবক ছাত্র শিক্ষক সমাবেশে বক্তব্য রাখছেন শাইখ প্রফেসর ড মোহাম্মদ মানজুরে ইলাহি
আরবি মুহাদারা নিচ্ছেন শাইখ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
আমাদের সাথে থাকুন
‘কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাতিল ইসলামিয়্যাহ’ বিশুদ্ধ ধারার একটি উচ্চতর ইসলামী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান। এতে থাকছে সানাবিয়্যাহ (হায়ার সেকেন্ডারি) ও কুল্লিয়া (ব্যাচেলর) পর্যায়ের শিক্ষা ব্যবস্থা। আরো রয়েছে শিক্ষক প্রশিক্ষণ কোর্স এবং বিভিন্ন শ্রেণী-পেশার লোকদের জন্য আরবি ভাষা কোর্স। এবং গুরুত্বপূর্ণ একাধিক বিষয়ের ওপর ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স।