
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু,
পরম দয়ালু অসীম দয়াময় আল্লাহ সুবহানু তা’আলার নিকট অসীম কৃতজ্ঞতা, তিনি আমাকে অধ্যক্ষ, কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাতিল ইসলামিয়্যাহ হিসেবে সেবা করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই শিক্ষা প্রতিষ্ঠানে আরবি মাধ্যমে আলিম ও সানাবিয়্যাহ কারিকুলাম সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করা হয়।সানাবিয়্যাহ মদিনা বিশ্ববিদ্যালয় কারিকুলাম এবং আলিম জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করা হয়। শিক্ষা শেষে মদিনা বিশ্ববিদ্যালয় কে অনুসরণ করে সানাবিয়্যাহ এবং মাদ্রাসা বোর্ড এর মাধ্যমে শিক্ষার্থীরা আলিম সার্টিফিকেট প্রাপ্ত হয়।
আমাদের এই প্রতিষ্ঠানের মূলমন্ত্র ৪ টি; ইলম,তাকওয়া,মাহারাত ও হিকমা এবং ভিশন হলো “দক্ষ মুখলিস আলেম গঠন”। দেশে বাংলা ও ইংরেজী মাধ্যমে ভালো শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও আরবি মাধ্যমের ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই বললেই চলে। কুল্লিয়াতুল কুরআনে আরবি মাধ্যমে আলিম ও সানাবিয়্যাহ বিষয়সমূহ সাপ্তাহিক রুটিনের মাধ্যমে আলিম ও সানাবিয়্যাহ বিষয়সমূহ সাপ্তাহিক রুটিনের মাধ্যমে সম্পন্ন করা হয়। এতে তারা আলেম হওয়ার জন্য আলিম সার্টিফিকেট দিয়ে মধ্যপ্রাচ্যের বিশ্ববিদ্যালয়সমূহে আবেদন করে থাকে। সানাবিয়্যাহ পাঠ্যক্রম ভর্তি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ে যোগদান শেষে ভালো ফল করে দক্ষ আলেম হতে সহায়ক ভূমিকা পালন করবে।
আমার মতে শিক্ষার্থীদের শিক্ষাদান যেকোন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা। শিক্ষার্থী দিনের ৬-৭ ঘটা মাদ্রাসায় থাকলেও দিনের অন্য সময়ে নিজ আবাসস্থল বা হোস্টেল-এ অবস্থান করে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে পরিবারিক পরিবেশের মত শিক্ষার্থীদের জ্ঞানের দিশারী হয়ে এগিয়ে নিতে। প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষকই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর দ্বিতীয় অভিভাবক ও দীনের জ্ঞানের দিশারী। তাই শিক্ষকদের প্রতি অনুরোধ উনারা আমানত দারীতা নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দান করবেন এবং নিজে অনুকরণীয় হবেন। আপনার এ অনুকরন ও পাঠদান যেন হয় সহিহ থকিদায়, যেভাবে রাসুল (সঃ) তার অনুসারী সাহাবীদের দীনের শিক্ষা দিয়েছেন।
প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কুল্লিরাতুল কুরআনের একাডেমিক সকল কর্মকাণ্ডে সহায়ক চালিকা শক্তি হবেন। শিক্ষক ও শিক্ষার্থীদের যেকোন প্রযোজনে তারা হবেন তড়িৎ কর্মা সহায়ক। আপনাদের সময়মত সহায়তা ও সদাচরণ এবং দিনের কাজ দিনে সম্পন্ন করাই পারে কুল্লিয়াতুল কুরআনের এর সকলের জন্য নিরাপদ পরিবেশ তৈরী করতে।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের আমানত ও সন্তানতুল্য। তোমদের অধ্যাবসায়ই পারে এ প্রতিষ্ঠান ও তোমাদের পরিবারের ভবিষ্যত সম্মান ও গৌরব উজ্জ্বল করতে।
সম্মানীত অভিভাবকবৃন্দ, আপনাদেরকে আমরা আপনাদের সন্তানের মত পাশে চাই সবসময়। আমরা নিজেরা কুরআনের সাথে সম্পৃক্ত হবো এবং বাসায় শিক্ষাক্ষীদের জন্য ইসলামী পরিবেশের ব্যবস্থা করবেন। প্রতিষ্ঠানের ও শিক্ষার্থীদের উন্নতির জন্য আপনাদের পরামর্শ একান্ত প্রয়োজন।
পরিশেষে কুল্লিয়াতুল কুরআনের জন্য আমি সকল শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক সকলের নিকট দোয়া প্রার্থী। আল্লাহ তায়ালা আমাদের এই ইলমী প্রচেষ্টায় বরকত দিন ও দ্বীনের খেদমতকে সহজ ও কবুল করুন-আমিন।
বিনীত
লেফটেন্যান্ট কর্নেল মোঃ নুরুজ্জামান (অবঃ)
অধ্যক্ষ
কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাতিল ইসলামিয়্যাহ