“কুল্লিয়াতুল কুরআনে সানাবিয়্যাহ ও আলিম (২০২৫-২০২৬) শিক্ষাবর্ষে স্তরে ভর্তি শুরু”
“কুল্লিয়াতুল কুরআনে সানাবিয়্যাহ ও আলিম (২০২৫-২০২৬) শিক্ষাবর্ষে স্তরে ভর্তি শুরু”
সানাবিয়্যাহ ও আলিমে ভর্তির শর্তাবলী-
-দাখিল/মুতাওয়াসসিতাহ/কাফিয়া/এসএসসি/ও লেভেল পাস হতে হবে।
-পূর্ববর্তী সকল সনদপত্র ও নম্বরপত্র সত্যায়ন করে আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।
-ভর্তি পরীক্ষায় উওীর্ণ হতে হবে।
-পূর্ণকালীন শিক্ষার্থী হিসাবে ভর্তি হতে হবে।
-শিক্ষার্থীকে অবশ্যই চরিত্রবান ও আদব কায়দা সম্পন্ন হতে হবে।
-ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে।
-কুল্লিয়ার নিয়ম-কানুন ও সকল নির্দেশনা মেনে চলতে হবে।
সানাবিয়্যাহ ও আলিমে পর্যায়ে প্রত্যাশিত প্রাপ্তি-
• আরবি ব্যাকরণ, সাহিত্য ও বক্তৃতা প্রদানে পারদর্শিতা ।
• ইসলামী কালচার ও রীতিনীতি সম্পর্কে জ্ঞান ।
মাকতাবা শামেলা ও অন্যান্য ইলমী সফটওয়্যারগুলোতে পারদর্শী হওয়া।
• সানাবিয়্যাহ পরবর্তী উচ্চশিক্ষা গ্রহণের জন্য দেশের ও বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারা।
• কমপক্ষে ৫ পারা কুরআন হিফয সম্পন্ন করা।
ভর্তির সময়সীমাঃ ১৬ই আগস্ট ২০২৫ পর্যন্ত ভর্তি চলবে
ক্লাস শুরুঃ ১৭ই আগস্ট ২০২৫
আলিম ও সানাবিয়্যাহ স্তরে ভর্তি ফি ও মাসিক খরচ কাঠামো
ভর্তি ফি ৫০০০
মাসিক বেতন ৬০০০
সেমিস্টার ফি (বই সহ) ৫০০০
লাইব্রেরী ফি (প্রতি সেমিস্টার) ২০০
পরীক্ষার ফি (প্রতি সেমিস্টার) (৫০০+৫০০) ১০০০
কম্পিউটার ল্যাব ফি (প্রতি সেমিস্টার) ৩০০
উন্নয়ন ফি ৫০০০
পরিচয়পত্র ২০০
অফিস/অন্যন্য সহশিক্ষা ৩০০
প্রথম ১০ জনের জন্য রয়েছে ৫০% ছাড়।
ভর্তি হতে এখনই রেজিস্ট্রেশন করুন:
https://forms.gle/Z11kfQggUhKEhqFq7
অথবা সরাসরি ক্যাম্পাসে এসে ভর্তি কাজ সম্পাদন করতে পারবেন।
কোর্স সংশ্লিষ্ট সব আপডেট ও তথ্য পেতে WhatsApp গ্রুপে জয়েন হোন:
https://chat.whatsapp.com/K3JGs7TtiekEDRVHsfQsxL?mode=ac_t
যোগাযোগ:
০১৮৩৪-১৭৭৭৬৫ / ০৯৬১০-৯৯১৯৯১
কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাতিল ইসলামিয়্যাহ
বাসা ৯, সেক্টর ৫, রোড ৬/এ, উত্তরা, ঢাকা
আমাদের সাথে থাকুন
‘কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাতিল ইসলামিয়্যাহ’ বিশুদ্ধ ধারার একটি উচ্চতর ইসলামী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান। এতে থাকছে সানাবিয়্যাহ (হায়ার সেকেন্ডারি) ও কুল্লিয়া (ব্যাচেলর) পর্যায়ের শিক্ষা ব্যবস্থা। আরো রয়েছে শিক্ষক প্রশিক্ষণ কোর্স এবং বিভিন্ন শ্রেণী-পেশার লোকদের জন্য আরবি ভাষা কোর্স। এবং গুরুত্বপূর্ণ একাধিক বিষয়ের ওপর ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স।